
রোজার শুরুতে যেমন শপিং মলে ভিড় জমেছে তেমনি মানুষ ভিড় জমাচ্ছে ফলের দোকানে। ফলের বাজারে যেন আগুন লেগে গেছে।
তার মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ, মাল্টা, আপেল আর খেজুর। বাজারে যথেষ্ট পরিমান মজুদ থাকা সত্ত্বেও এসব ফলের দাম দ্বিগুণ বেড়ে গেছে।
ক্রেতারা ফল কিনতে গিয়ে ফেলছেন দীর্ঘশ্বাস। একসময় তরমুজ বিক্রি হতো পিস হিসেবে কিন্তু এখন বিক্রি হয় কেজি দরে।
কেজি দরে তরমুজ বিক্রির কথা মানা করা হলেও মানছে না কেউ। এছাড়া প্রায় সকল ফলের দাম বেড়েছে কেজিতে অন্তত ১০ টাকা।
দাম বেশি থাকায় বাজারে অনেক ক্রেতা থাকার পরেও ফল কিনছেন কম। আনারসের দাম আগের তুলনায় প্রায় ৩ গুণ বেড়ে গেছে।
এছাড়া এক কেজি মাল্টা কিনতে গিয়ে ক্রেতার দোকানদারকে দিতে হচ্ছে ২২০ টাকা। আগামী ২০ রমজান পর্যন্ত বাজারে এমন অবস্থা বিরাজ থাকবে।