বার্সার ঋণ আকাশছোঁয়া

বিখ্যাত ক্লাব বার্সেলোনা আর্থিক অভাবের মধ্য দিয়ে এক কঠিন সময় পার করছে। সোমবার এক সংবাদ সম্মেলনে ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা তথ্যটি প্রকাশ করেছেন।তিনি জানান ক্লাবের অনেক দেনা হয়ে গিয়েছে। আর সেই দেনার পরিমান ১.৩৫ বিলিয়ন ইউরো যা বাংলাদেশের টাকার হিসেবে ১৩ হাজার ৪৯২ কোটি। অর্থাৎ বার্সার ঋণ আকাশছোঁয়া বর্তমানে।
মোট আয়ের প্রায় ১০৩ শতাংশ বেতন দিতে হয় খেলোয়াড়দের বলে তুলে ধরেছেন ক্লাবের সভাপতি। অন্য প্রতিদ্বন্দীর এটা প্রায় ১৫-২০ শতাংশ বেশি।তাদের ক্ষতির পরিমান ৪৮১ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে ১.৩৫বিলিয়ন ইউরো হয়ে দাড়িঁয়েছে।এই তথ্যটি সভাপতি নিজে সাংবাদিকদের বলেছেন। তিনি আরো বলেছেন খেলোয়ারদের বেতনের পরিমান কমানো সহজ নয়।
বার্সা লিওনেল মেসিকে ধরে না রাখার অন্যতম একটি কারণ হল এই আর্থিক অনটন। সভাপতি এই বিষয়টি সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার করেছেন তবু বিতর্ক কমেনি। অনেকে মনে করেন বার্সা মেসিকে ধরে রাখার চেষ্টা করেনি।
ক্লাবের সাবেক সভাপতি থেকে শুরু করে অনেকেই তার বিরুদ্ধে আছেন। আর তার সমর্থকরা তো সম্পূর্ণ বিরুদ্ধেই।