খেলাধুলা
বার্সালোনা জয় ছিনিয়ে নিলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে

রিয়াল মাদ্রিদকে খেলায় হারিয়ে এবার জয় ছিনিয়ে নিলো বার্সালোনা। রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠের লড়াইয়ে ৪-০ গোলে হেরে গেলো বার্সালোনার কাছে।
শুরুতে খুব চেষ্টা করেছিল রিয়াল। কিন্তু সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়নি লসব্লাঙ্কোস। খেলার প্রথমার্ধেই দুই গোল ছিনিয়ে নেয় বার্সালোনা। ২৯ মিনিটে প্রথম গোল করে আবামেয়াং আর ৩৮ মিনিটে প্রথম গোল করে ডেম্বেল।
দ্বিতীয়ার্ধে আবার ৪৭ মিনিটে গোল করে ফারান তেরেস আর ৫২ মিনিতে আবার গোল করেন আবায়েমাং। এই খেলার মধ্যে দিয়ে ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে এই দল।