বিশ্বকাপে এবার সবচেয়ে তরুণ দল হিসেবে খেলবে বাংলাদেশ

বয়সের গড় হিসাব করলে দেখা যায় বাংলাদেশ হলো বিশ্বকাপের সবচেয়ে তরুণ দল ও সবচেয়ে বেশি বয়সী দল ওমান। বাংলাদেশ দলের সবচেয়ে বেশি বয়সী মাহমুদউল্লাহ ও কম বয়সী শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ তরুণ দলের উপর তাদের জয় নির্ভর করছে। মুশফিকুর রহমান, মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের পরে দলে সিনিয়র ক্রিকেটার আছেন সৌম্য সরকার।
বিশ্বকাপের সবগুলো দলের মধ্যে বয়স হিসেবে তরুন দল বাংলাদেশ। তরুন দল হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের গড় বয়স ২৬.৮৭ ও বেশি বয়সী দল ওমানের ক্রিকেটারদের বয়স ৩২.৫৩।
ক্রিকেটারদের মধ্যে আছেন সর্বশেষ অনূর্ধ্ব বিশ্বকাপ জয়ী ২০ বছর বয়সী শরিফুল, ২১ বছরের শামীম পাঠোয়ারী, মোহাম্মদ নাঈম ও আফিফের বয়স ২৩ এর কম। লিটন দাস, মেহেদী হাসান, তাসকিন ও মোস্তাফিজুরের বয়স ২৬ বছর। সৌম্য সরকারের বয়স ২৮, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মুশফিকের বয়স ৩০ এর উপরে।
শ্রীলঙ্কা ও নামিবিয়া এই দুই দলের গড় বয়স ২৭ এর বেশি। বেশি বয়সের হিসেবে ওমানের পরে আছে ইংল্যান্ড যাদের গড় বয়স ৩১.২৬। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের গড় বয়স ৩১.১৩, অস্ট্রেলিয়ার ৩০ বছর, দক্ষিন আফ্রিকার ২৯ এর বেশি, ভারত ও নিউজিল্যান্ডের ২৯, এবং পাকিস্তানের ২৭.৩৩ বছর।