বিশ্ববিদ্যালয় খোলা হবে ১৭ অক্টোবর থেকে

ধাপে ধাপে ১৭ অক্টোবর (রবিবার) থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) । বিশ্ববিদ্যালয় খোলা হবে ১৭ অক্টোবর থেকে , তবে এর আগে টিকা সংক্রান্ত সব বিশ্ববিদ্যালয় থেকে তথ্য ছক আকারে পাঠাতে হবে ইউজিসি’তে। বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসলেই আবাসন হলসহ সব কার্যক্রম শুরু করতে পারবে ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটি করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে বৈঠক করেন । শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে এ সিদ্ধান্তের কথা জানান ।
পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার কথা জানানো হয় ১৫ অক্টোবর । কিন্তু ১৫ অক্টোবর শুক্রবার হওয়ায় ১৭ অক্টোবর (রোববার) করা হয় সিদ্ধান্ত পরিবর্তন করে । শিক্ষামন্ত্রীর কাছে ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জানতে চান । এসময় ভার্চুয়াল বৈটকে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
উত্তরে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট কতজন শিক্ষক-শিক্ষার্থী টিকা নিয়েছেন তার তথ্য ইউজিসিতে পাঠাতে হবে ছক আকারে । কতজন টিকার প্রথম ডোজ, কতজন দ্বিতীয় ডোজ এবং অবসান হলের কতজন শিক্ষার্থী টিকা নিয়েছেন তার তথ্যও ইউজিসিতে পাঠাতে হবে।
যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকা স্বত্বেও যারা টিকা নেননি তাদের তথ্যও পাঠাতে হবে। এনআইডি যাদের নেই তাদেরও তথ্যও সংযুক্ত করতে হবে। এনআইডি করে খুব দ্রুত সময়ের মধ্যে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে গণটিকা চালুর আগে। সেই সাথে বলেন, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে ।
সকল তথ্য যাচাই-বাছাই করে সন্তোষজনক হলেই কেবল বিশ্ববিদ্যালয় খোলার অনুমোদন ইউজিসি দিতে পারবে।
বিশ্ববিদ্যালয় খোলা হবে ১৭ অক্টোবর থেকে ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি পুনরায় বাড়ানোর সিদ্ধান্ত হয় একই বৈঠকে। ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই ছুটি বাড়ানো হয় । এ সিদ্ধান্ত নেওয়া হয় করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে ।