আন্তর্জাতিক
বিয়ে বাড়িতে কূপে পড়ে ১৩ জনের মর্মান্তিক মৃত্যু

বুধবার ১৭ ফেব্রুয়ারি রাতে ভারতের উত্তরপ্রদেশের নৌরাঙ্গিয়া গ্রামে আনন্দঘন পরিবেশে নিয়ে অনুষ্টিত হচ্ছিল।
সেই মুহুর্তে নারী ও শিশুসহ ১৩ জন নিহত হয়েছে কুয়োতে পড়ে। তার মধ্যে ২ জনের অবস্থা খারাপ। গুরুতরভাবে তারা আহত হয়েছেন।
সবাই বিয়েতে খুব আনন্দ করছিল হঠাৎ করে লোকজনের ভারে স্লাবটি ভেঙে যায়। পরে উপরে যারা ছিল তারা নিচের কূপে পড়ে যায়।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাদের মধ্যে থেকে ১৩ জনকে মৃত ঘোষণা করেছেন ও দুইজনকে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে।
নিহতের আত্মীয়ের কান্না যেন থামছেই না। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারকে ৪ লাখ করে টাকা দেওয়া হবে।
তাদের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়েছেন ও যারা আহত তাদের জন্য সুস্থতা কামনা করেছেন।