
কিছুদিন আগেই আলমগীর কবির নামের এক বেকার যুবক দেয়ালে দেয়ালে পোস্টার ছেপেছিলেন এই লিখে, “দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।”
এখন সে বগুড়ায় বেসরকারি প্রতিষ্ঠান স্বপ্ন নামের সুপারশপে কর্মরত আছে। গত বুধবার ২ ফেব্রুয়ারি আলমগীর দুপুরে বগুড়ার এসপি এর কার্যালয়ে যান ও দুই ঘন্টা কথা বলেন।
পরে স্বপ্নের রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালকের কাছে ইন্টারভিউ দিয়ে চাকরি পান৷ তিনি ঢাকার তেঁজগায় অফিসে রিসার্চ আ্যাসোসিয়েট হিসেবে নিয়োগ পেয়েছেন।
পরে আলমগীরের হাতে নিয়োগপত্র তুলে দেন বগুড়ার এসপি এবং স্বপ্নের রিটেইল বিভাগের পরিচালক।
আলমগীর কবির টাকার অভাবে ঠিকমতো ৩ বেলা খাবার না পেয়ে আশ্রয় নিয়েছিলেন বিজ্ঞাপনের।
আর তার এই বিজ্ঞাপন দেয়ালে লাগানোর পর ফেসবুকে এক ব্যাক্তি পোস্ট করলে তিনি ভাইরাল হয়ে যান। তিনি বগুড়ার আজিজুল হক কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছেন।