আন্তর্জাতিক
ব্রিটেনের প্রধানমন্ত্রী রাশিয়ায় নিষিদ্ধ হলেন

রাশিয়া এবার নিষেধাজ্ঞা আরোপ করলো ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপরে।
তার পাশাপাশি পররাষ্ট্র সচিব লিজ ট্রাস, প্রতিরক্ষা সচিব বেন ওয়াসেলসহ আরো ১০ জন ব্রিটিশ সদস্য ও রাজনীতিবিদের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার ১৬ এপ্রিল আল জাজিরা তাদের লাইভে এমন তথ্য প্রকাশ করে। তারা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই খবর পেয়েছেন।
রাশিয়ার প্রতি ব্রিটিশ সরকারের শত্রুতামূলক পদক্ষেপ ও রাশিয়ান কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার পাল্টা জবাবেই হলো এমন নিষেধাজ্ঞা জারি করার কারণ।
বিবৃতিতে বলা হয় ব্রিটেন রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চায়। গত ২৪ ফেব্রুয়ারী থেকে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরু করে।
এর পরেই অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা শুরু করে।