আন্তর্জাতিক
মক্কা মদিনায় আবারো বিধিনিষেধ ওমিক্রন ঠেকাতে

সৌদি আরব সরকার ওমিক্রনের সংক্রমণ কমাতে সামাজিক দুরত্বের ব্যাপারে আবারো মক্কা ও মদিনায় কঠোর বিধান আরোপ করেছে। মক্কা ও মদিনায় নামাজিগণ ওমরা করতে আসা সকলকেই সব বিধিমালা মেনে চলতে হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।
বিধিনিষেধ অনুযায়ী ঘরের ভিতরে ও বাইরে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। মক্কা ও মদিনা উভয় স্থানেই এই নিয়ম প্রযোজ্য হবে।
গত মাসেই দেশটিতে করোনায় শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। গত আগস্ট মাসের পর সর্বোচ্চ শনাক্ত হয়েছে ২৯ ডিসেম্বর যা একদিনেই ছিল ৭৪৪ জন।
সরকার আরো বলেছে, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে যদি সৌদিতে বসবাসরত বা কোনো দর্শনার্থীরা শপিং সেন্টার, দোকান বা রেস্তোরাঁয় যায় তাদেরকে অবশ্যই বুস্টার টিকার প্রমাণ দেখিয়ে পরে ভিতরে প্রবেশ করতে হবে।