মরক্কোর কূপে পড়ে থাকা রায়ানকে আর জীবিত উদ্ধার করা গেলো না

অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না ৫ বছর বয়সী রায়ানকে। রায়ান মরক্কোতে বাস করতো।
গত ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রায়ান ১০৪ ফুট গভীর একটা কুয়ার মধ্যে পড়ে যায়। পরে তাকে তোলার অনেক চেষ্টা চালানো হয়।
তাকে শেষ পর্যন্ত উদ্ধার করা গেলেও জীবিত উদ্ধার করা যায় নি। তাকে মৃত উদ্ধার করতে হয়েছে৷ একটানা ৪ দিন উদ্ধারকাজের অভিযান চালানো হয়।
পরে ৫ ফেব্রুয়ারি শনিবারে সন্ধ্যায় মৃত উদ্ধার করা হয়। কুয়োর ভিতরের গর্ত অনেক সরু ছিল তাই উদ্ধারকর্মীরা পাশ দিয়ে গর্ত খোঁড়া শুরু করে।
পরে ৩ ফেব্রুয়ারি ভিতরের অবস্থা জানার জন্য একটা ছোট ক্যামেরা পাঠায়। সেখানে দেখা যায় রায়ান জীবিত আছে কিন্তু মাথায় আঘাতের চিহ্ন আছে।
সে বেঁচে থাকায় তার জন্য পানি খাবার ও অক্সিজেন পাঠানো হয়। তবু তাকে বাঁচানো সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা খুব কাছে গিয়েও তাকে মৃত নিয়ে ফিরে আসলো। তার মৃত্যুতে মরক্কোর বাদশাহ শোক জানিয়েছেন।