বাংলাদেশ
মাতৃভাষা দিবস উপলক্ষে বেড়ে গেছে ফুলের চাহিদা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে ফুলের চাহিদা বেড়ে গেছে অনেকগুন। এই উপলক্ষে গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ফুলের অর্ডার আসছে ও ফুল বিক্রি হচ্ছে।
তবে ফুল বিক্রি হচ্ছে চড়া দামে। ব্যাবসায়ীরা বলছেন শুধু রাজধানীতেই বিক্রি হবে প্রায় ৫০-৬০ কোটি ফুল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল কিনতে সকল মানুষ ভিড় করছে ফুলের দোকানে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাল, হলুদ, সাদাসহ রং বেরঙের হাজারো ফুল এসেছে বাজারে। তার মধ্যে রয়েছে গোলাপ, বেলি, চন্দ্রমল্লিকা, গাঁদা, সূর্যমুখীসহ অনেক ফুল। দোকানে দোকানে আছে ফুলের তোড়া, ডালা আর কক শীটের ফ্রেমে রিং এ সাজানো ফুল।