প্রচ্ছদ

মাদক মামলায় গাইবান্ধার নারী পারভীন আক্তারের মৃত্যুদন্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পারভীন আক্তার নামের একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। তার সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ৫০০ গ্রাম হেরোইন পাচার করেছেন। বৃহস্পতিবার ৩১ মার্চ দুপুর ১২ টায় তার দন্ডাদেশ কার্যকর করা হয়।

পারভীন বেগমের স্বামীর নাম মাহির উদ্দিন। বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পারভীন বেগম ও আরো ৪ জন এই মাদক মামলায় অভিযুক্ত ছিলেন।

পরে সাক্ষ্য ও প্রমাণের উপর ভিত্তি করে ৪ জনকে খালাস দেওয়া হয় ও তাকে মৃতদন্ড ও অর্থদন্ডাদেশ দেওয়া হয়।

২০১৮ সালের ৮ ডিসেম্বর একটি বাসে তল্লাশি চালিয়ে তার হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে। পরে পারভীন আক্তারকে গ্রেফতার করা হয় ও আরো ৪ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
%d bloggers like this: