মাদার অফ ডেমোক্রেসি উপাধি পেলেন বেগম খালেদা জিয়া

গনতন্ত্রের অসামান্য অবদানের জন্য মাদার অফ ডেমোক্রেসি আ্যাওয়ার্ড পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তাঁকে এই সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউমেন রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তিন বছর আগে আ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল এখন দলের মির্জা ফকরুল বেগম জিয়ার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
বেগন জিয়া মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে তার সম্মাননা উপস্থাপন করেছেন।
তাঁর ক্রেস্ট ও সনদপত্র উপস্থাপন করার সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, বেগম জিয়া গনতন্ত্রের রক্ষা করে যাচ্ছেন ও অসুস্থ অবস্থায় গৃহবন্দী আছেন।
আর তাই তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে ১ ফেব্রুয়ারি তারিখ তিনি বাসায় ফিরেছেন।
২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের করা মামলায় তিনি দুই বছর জেল খাটেন। পরে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান। এখন তিনি গুলশানের বাসায় আছেন।