বাংলাদেশ
মামা ও নানা শ্বশুরকে পিটালেন জামাই।

৮ মাসের অন্তঃসত্ত্বা নাতনীকে নিতে আসায় সাভারের কাজীপাড়া এলাকায় জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মামা ও নানা শ্বশুরকে পানির পাইপের সাথে গামছা দিয়ে বেঁধে মারধর করার । এ সময় ওই জামাই ও তার পরিবারের বিরুদ্ধে মামা ও নানা শ্বশুরের সাথে থাকা নগদ টাকা ও মোবাইলে হাতিয়ে নেয়ার অভিযোগও উঠেছে ।
এ ঘটনায় সাদা কাগজে স্বাক্ষর ও মিথ্যা স্বীকারোক্তিমূলক ( মামলা না করার শর্তে) একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নানা ও মামাকে উদ্ধার করেছে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯ তে ফোন করলে ।