বিনোদন
মাহিয়া মাহি নিজের রেস্টুরেন্টের সামনে ইফতার বিক্রি করছেন

অভিনেত্রী মাহিয়া মাহির রেস্টুরেন্ট ফারিশতাতে ইফতার বিক্রির কাজে অংশগ্রহণ করেছেন নায়িকা নিজে।
রেস্টুরেন্টেটি চালু না হলেও এর সামনে বিক্রি করা হচ্ছে ইফতার। সোমবার ৪ এপ্রিল নায়িকা নিজে সেখানে যান।
সেসময় তিনি ফেইসবুক লাইভে আসেন। সেখানে তিনি বলেন, তিনি তার এই প্রতিষ্ঠান নিয়ে অনেক এক্সাইটেড।
তার এই রেস্টুরেন্টের ওপেনিং হবে চাঁদ রাত মানে ঈদের আগের দিন রাতে। প্রচারের জন্য এর সামনে ইফতার বিক্রির কার্যক্রম চালানো হচ্ছে।
ইফতারের জন্য ছিল অনেক আইটেম। মাহির ইফতার বিক্রির খবর শুনে তার অনেক ভক্ত ও সাধারণ মানুষের ভিড় জমে সেখানে।
এর আগেই তিনি জানান এই রেস্টুরেন্টে দেশি বিদেশী সকল খাবার পাওয়া যাবে। রুফটপে আড্ডার ব্যাবস্থাও করা হবে বলেও জানিয়েছেন তিনি।