বিনোদন
মাহিয়া মাহি রেস্টুরেন্টের নামে রাখবেন মেয়ের নাম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ঝুটি বাঁধলেন রাকিব সরকার নামের এক ব্যাবসায়ীর সাথে।
বিয়ের পরে জন্মদিনে প্রকাশ্যে চুম্বন, মক্কার মরুভূমির রোম্যান্স সবই যেন ভালোবাসার বহিঃপ্রকাশ।
অভিনয়ে তিনি নিয়মিত কাজ করেন না এখন। হয়তো তিনি আর কাজে ফিরবেন না। তিনি রেস্টুরেন্টের ব্যাবসার অনেক ব্যাস্ত হয়ে পড়েছেন।
তার মা হওয়া নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি বলেন তার রেস্টুরেন্টের নাম ফারিশতা। এই নামের আরেকটা বিশেষত্ব আছে।
তার কন্যাসন্তান হলে তিনি মেয়ের নাম রাখবেন ফারিশতা। গণমাধ্যম তাকে মা হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আপাতত গুজবে কান না দিতে। তথ্য সত্য হলে সবাই জানতে পারবে।
তিনি এই মূহুর্তে ডি এ তায়েবের বিপরীতে অফিসার নামের সিনেমায় কাজ করছেন।