
দুই ধর্মের দুইজন, একজন আরেকজনের প্রাণপ্রিয় বন্ধু।একজন হিন্দু( সুধীর বাবু) আরেকজন মুসলিম( মীর সওদাগর)। এই বন্ধুত্বের অবসান ঘটে গেলো ৭ সেপ্টেম্বর রাতে।
মীর সওদাগর বার্ধক্যজনিত কারণে মারা যান ৭ সেপ্টেম্বর রাতে। তার মৃত্যুতে সুধীর বাবু ভেঙ্গে পড়েছেন।
বিদায়ের সময় যখন তার জানাজা হচ্ছিল তখন সুধীর বাবু নামাজে অংশ না নিতে পারলেও মাঠের পিছন প্রান্তে ছিলেন। সেখানে গাছের গুঁড়িতে বসে চোখের পানি ফেলছিলেন তার বন্ধুর জন্য।
তার এই ছবি কিছুক্ষণের মতো মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্ধুর প্রতি এমন ভালোবাসা এখন খুব বেশি দেখা যায় না। তার এই ছবি দেখে সবাই মন্তব্য করেন বন্ধুত্ব এমনেই হওয়া উচিত। যেখানে জাত,ধর্ম,ধনী গরিবের ভেদাভেদ থাকবে না।