খেলাধুলা
মেসির অভিষেক ম্যাচে এমবাপ্পের গোলে জয় পেল পিএসজি

অবশেষে মেসি তার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে কাল রাতে তিনি মাঠে নামলেন।গত রাতেই পিএসজি তে তার অভিষেক ঘটলো। এই ম্যাচে এমবাপ্পের ২-০ গোলে পিএসজি হারিয়ে দিলো রিমসকে। দুইটি গোলেই করেছেন এমবাপ্পে।
ম্যাচের ১৬ মিনিটের মাথায় ডি মারিয়ার হেডে লিড এনে প্রথম গোল করেন তিনি। এমবাপ্পে লাফিয়ে হেড দিয়ে বিনা বাঁধায় প্রথম গোলটি করে দিলেন তিনি। এমবাপ্পের হেডের সময় গোলরক্ষককে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হলো।
খেলার ৫১ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোল হয়েও হয় নি। ভিএআর চেকে গোলটি বাতিল হয়ে যায়। গোলটি হতো গোলরক্ষকের ভুলে। পরে আবার এর ১২ মিনিটের মাথায় পিএসজি আরেকটা গোল তাদের ঝুলিতে ভরে নিলো।
পরে ৬৫ মিনিটের মাথায় মেসিকে নেইমারের বদলে নামানো হলো। এই মৌসুমে দলটি ১২ পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান করছে।