খেলাধুলা
মেসি খেলবে তাই পিএসসি’র ম্যাচ শুরুর ১০ দিন আগেই সব টিকিট শেষ

ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে পিএসজির হয়ে মেসির খেলা খেলার কথা আরো ১০ দিন পরে। কিন্তু এর আগেই খেলার টিকেট শেষ হয়ে গেছে ।
পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনোর বক্তব্য শুনে জানা গেছে লিওনেন মেসির পিএসজি খেলার প্রথম ম্যাচ হতে পারে রাঁসের বিপক্ষে। এই কথা শুনার পর থেকেই সব টিকেট শেষ হয়ে গেছে।
ঐ ম্যাচের মোট টিকেট ছাড়া হয়েছিল ২০ হাজার ৫৪৬ টি। ইতোমধ্যে সেগুলো সব বিক্রি হয়ে গেছে। টিকেট না থাকায় স্টেডিয়ামের বাইরে সাইনবোর্ডে নো টিকেট লেখা আছে।
শুধু সমর্থক বা মেসি ভক্তরা না তার সাথে সাংবাদিকদেরও আগ্রহ আছে।২০১৩ সালে অ্যাক্রিডেশন কার্ডের আবেদন পড়েছিল ১১৩ টি। আর এখন ১২০ টি অ্যাক্রিডেশনের আবেদন জমা পড়েছে। যা গেছে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।