পিএসজি’র জার্সিতে মেসির অভিষেক আজ।

ফুটবল জাদুকর লিওনেল মেসি গত ৩ সপ্তাহ আগে বার্সালোনা থেকে পিএসজি তে যোগদান করেন। কিন্তু এখনো তিনি নতুন দলের হয়ে মাঠে নামতে পারেননি। সব ভক্তরা এখন অপেক্ষায় আছেন কবে এই আর্জেন্টাইন খেলোয়াড় মাঠে নামবেন।
সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (রবিবার) রাতে পিএসজির জার্সিতে খেলার কথা তার। কোচ বলেছেন তাকে আজ খেলার মাধ্যমে তার পিএসজিতে অভিষেক করানো হবে ।
পচেত্তিনোর কাছে জানতে চাওয়া হয়েছিল এই খেলায় কি মেসির পাশাপাশি এমবাপ্পে আর নেইমার জুনিয়র খেলবে কি না। পরে তিনি বলেন এই ৩ জনেরেই খেলার সম্ভাবনা আছে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। সবকিছু চিন্তা ভাবনা করে পরে তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।
এসময় পিএসজির কোচ মেসি সম্পর্কে বলতে গিরে বলেন যেকোনো দলের সাথে তার খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আছে। সে খুব সুন্দরভাবে দলের সবার সাথে মিশে গেছে।
খেলাটি বাংলাদেশ সময় রাত ১২ঃ৪৫ মিনিটে রেইমসের মাঠে অনুষ্ঠিত হবে।এই খেলার মাধ্যমেই বিশ্বের বিখ্যাত সুপারস্টার খেলোয়াড় লিওনেল মেসির পিএসজিতে নতুন অধ্যায় শুরু হবে।