মোবাইল উদ্ধারের যাদুকর এএসআই কাদের

গুলশান থানার এএসআই আব্দুল কাদেরকে কেউ ডাকে মোবাইলের যাদুকর, কেউ বলে মোবাইল কাদের। তার কাজেই হলো হারানো মোবাইল খুঁজে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। ২০১৩ সাল থেকে তিনি প্রায় ৩০০০ মোবাইল ও গত আড়াই বছরে গুলশান থানার অধীনে ৬০০ মোবাইল ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে এনেছেন।
মোবাইল হারিয়ে গেছে এমন ডায়েরি হলেই তাকে ডাকা হয় আর যেভাবেই হউক তিনি খুঁজে এনে দেন। কাজ করতে গিয়ে সময়ের খেয়াল থাকে না তার।
২০০৫ সালে তিনি চাকরিতে ঢুকেন তখন তার পদ ছিল কন্সটেবল। এই ১৬ বছরের কর্মজীবনে তিনি যতটুকু সময়েই লাগুক না কেন মোবাইল উদ্ধার করাই তার নেশা।
মোবাইল খুঁজার সময় তিনি এর দামের কথা চিন্তা করেন না। একজন শ্রমিক বা রিক্সাওয়ালার মোবাইল আর একজন ধনী ব্যাক্তি যারেই মোবাইল হউক না কেন তিনি সমান গুরুত্ব দেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গুলশান থানায় ৫ শতাধিক অভিযোগ আসে তার কাছে। এই কাজের জন্য পুলিশের কাছ থেকে তিনি ১৬ বার পুরস্কার পেয়েছেন।