যশোরে বস্তাবন্দি অবস্থায় কলেজছাত্রের লাশ উদ্ধার

বৃহস্পতিবার ৩১ মার্চ দুপুরে যশোরের মদপুর মাঠের নিমতলা খাল থেকে একটা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। লাশটি ছিল এক কলেজছাত্রের। কলেজছাত্রের নাম ইকরামুল।
সে গত ৪ দিন যাবত নিঁখোজ ছিল। তাকে হত্যা করে বস্তায় ভরে পুতে রাখা হয়েছিল। এই ঘটনার প্রধান আমিনুর হোসেনকে গ্রেফতার করেছে পিবিআই।
আমিনুর হোসেন ইকরামুলের প্রতিবেশীর ছেলে। আমিনুরের বাবার নাম হোসেন সরদার। ইকরামুলের আত্মীয়রা জানায়, এক বছর আগে আমিনুর ও ইকরামুলের ঝগড়া হয়।
তার পর থেকেই ইকরামুলকে আমিনুর হত্যার চেষ্টা চালায়। আমিনুর ইকরামুলের বন্ধু মেহেদীকে দিয়ে তাকে ডাকিয়ে আনে। পরে থেকেই ইকরামুলকে পাওয়া যাচ্ছে না।
তারা ইকরামুলকে খুন করে মাটির নিচে পুতে রাখে। পিবিআই পরিদর্শক জানান, বুধাবারে ইকরামুলের নিঁখোজের অভিযোগ আসে তাদের কাছে।
তাকে ২৮ তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। পরে ইকরামুলের পরিবারের সাথে কথা বলে তারা আমিনুরকে সন্দেহ করে।
পরে বুধবার রাতে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করে নেয়। তার কথামতোই ইকরামুলকে বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় ।