যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ আহত অন্তত ১৫

১২ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে খাদে এক যাত্রীবাহী বাস পড়ে গেয়েছিল। এই ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইলের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যাক্তির নাম ছায়েদ আলী খান।
নিহত ছায়েদ আলীর ভাতিজা বলেন তার চাচাসহ আরো ৩ জন ঢাকা যাওয়ার জন্য নঁওগা থেকে রওনা হয়েছিল। পরে বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিল না। এটি ভুয়াপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বাস সঠিকভাবে চালানো হচ্ছিল না পরে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে যায়।
অন্যান্য যাত্রীরা জানায় চালক গাড়ি চালানো অবস্থায় ঘুমাচ্ছিলেন তাই তাকে সতর্ক করা হচ্ছিল। কিন্তু অবশেষে দূর্ঘটনার শিকার হতেই হল। দূর্ঘটনার পরে চালক ও হেলপারের খবর পাওয়া যায় নি। তারা পালিয়ে গেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জানান, ঘটনাস্থল থেকে একজনকে মৃত উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের আইনি কাজ শেষ করে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।