আন্তর্জাতিক
রাশিয়া শান্তি চুক্তি ভেঙে আবার হামলা করলো

এক ভিডিও বার্তায় চেরনিহিভের গভর্নর জানান, রাশিয়া তাদের প্রতিজ্ঞা ভেঙেছে। ইস্তাম্বুলে শান্তি আলোচনার প্রতিজ্ঞা ভঙ্গ করে সারা রাত ভর চেরনিহিভে গোলাবর্ষণ চালায় রাশিয়া।
তারা বেসামরিক জনগনকে টার্গেট করে সামরিক আগ্রাসন চালিয়েছে। বোমা হামলা ও মিসাইল ছোড়ার ঘটনাও ঘটেছে।
এতে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। খেমেলনিতিস্কি শহরের তিনটি বড় স্থাপনা ভেঙে দিয়েছে তারা। এসব ঘটনায় অনেক ভবন, লাইব্রেরি, শপিং সেন্টার ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে।