
বৃহস্পতিবার রাতে প্রাইভেট কারের ধাক্কায় প্রান হারালো আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেনির এক ছাত্র। তার নাম শান্ত। ইসিবি চত্বরে রাস্তা পার হওয়ার সময় এই দূর্ঘটনার শিকার হয় শান্ত।
রাত ১১ টার দিকে বন্ধুদের সাথে দেখা করতে সে যাচ্ছিল ইসিবি চত্বরে। কিন্তু আর বন্ধুদের সাথে দেখা করা হয়ে উঠলো না। তার বাবা সার্জেন্ট কালামের স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার বানাবেন। কিন্তু এই দূর্ঘটনা তাকে কান্না ছাড়া আর কিছুই দিয়ে যায় নি।
প্রাইভেট কারের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে তাকে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে বলে জানায় তার বন্ধুরা।
পুলিশ গাড়িটিকে জব্দ করলেও এর চালককে ধরার আগেই পালিয়ে যায়। পরে তার বন্ধুরা ও স্থানীয়রা বিক্ষোভ করলে যানজট বেধে গেলে পুলিশ আবার সবাইকে সরিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে আনেন। দূর্ঘটনার স্থানে গতিরোধ ও পর্যাপ্ত বাতি স্থাপনের দাবি জানান স্থানীয়রা।