প্রচ্ছদ
রুপগঞ্জে ৩ বাড়িতে ২৫ লাখ টাকাসহ মালামাল ডাকাতি

শনিবার ৯ এপ্রিল নারায়নগঞ্জের রূপগঞ্জের একই এলাকায় তিনটি বাড়িতে একসাথে ডাকাতি ঘটেছে। ডাকাতেরা বাড়ির লোকদের জিম্মি করে নেয়।
পরে তাদের অন্তত ২৫ লাখ টাকা ও জিনিস লুট করে নিয়ে যায়। আবার ডাকাতিতে একজন বাধা দেওয়ায় তাকে গুলি করে।
এই ঘটনা ঘটে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে। ডাকাতেরা তিনটি দলে ভাগ হয়ে তিন বাড়িতে ডাকাতি করে। ডাকাতি যাওয়া বাড়ির মধ্যে একজনের নাম মাসুম আরেকজন নাঈম।
আরেকজন হলেন পুলিশ উপ- পরিদর্শক সাইদুল। তিন পরিবারের কাছ থেকে ১৯ ভরি সোনার অলঙ্কার ও ৮ লাখ নগদ টাকা নিয়ে যায়।
এসময় মাসুমকে ডাকাতেরা গুলি করে ও আরো ৪ জনকে জখম করে।
জিজ্ঞাসাবাদের জন্য সাকিব নামক এক ব্যাক্তিকে আটক করেছে রুপগঞ্জ পুলিশ। লিখিত অভিযোগের পরে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।