শিক্ষাআন্তর্জাতিক
রুশ আগ্রাসনে এই পর্যন্ত ৮০০ এর বেশি বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে

২৪ ফেব্রুয়ারী শুরু হয়েছিল রুশ আগ্রাসন। এতে এখন পর্যন্ত অনেক মানুষ আহত ও নিহত হয়েছে।
এই সময়ের মধ্যে মোট ৮৭৪ জন বেসামরিক ইউক্রেনীয় প্রাণ হারিয়েছে। তার মধ্যে শিশুর সংখ্যা ৬৪ জন।
এমন তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দফতর। ১৯ মার্চ শনিবারের মৃতের সংখ্যা শুক্রবারের তুলনায় ৩১ জন বেশি।
ওএইচসিএইচার জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ১৩৯৯ জন বেসামরিক ইউক্রেনীয় আহত হয়েছেন আর তাদের মাঝে শিশুর সংখ্যা ৭৮ জন।
আহতের অধিকাংশ আহত হওয়ার কারণ হলো যুদ্ধবিমানের বোমা, ট্যাংক, সাজোয়া যান ও অন্যান্য ক্ষেপণাস্ত্র।
এই হিসেবে যে সংখ্যা প্রকাশ করা হয়েছে এর প্রকৃত পরিমান আরো বেশি বলে জানান তারা।