বাংলাদেশ

লকডাউন পরবর্তী ১৯ আগস্ট হতে চালুকৃত কার্যক্রম।

লকডাউন পরবর্তী ১৯ আগস্ট হতে চালুকৃত কার্যক্রম।

গতকাল বুধবার ১১ আগস্ট লকডাউন শেষ হয়ে খোলা হয়েছে বিপণী বিতান ও দোকানপাট।তার পাশাপাশি অর্ধেক যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।তবে অর্ধেক অনুমতি থাকা সত্ত্বেও রাস্তায় সকল যানবাহনেই চলা শুরু হয়েছে।তার সাথে আজ আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যাতে স্বাস্থ্যবিধি মেনে বেশকিছু কেন্দ্র চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

লকডাউন পরবর্তী ১৯ আগস্ট হতে চালুকৃত কার্যক্রম সম্পর্কে আজকের প্রজ্ঞাপনে বলা হয়েছে ১৯ আগস্ট থেকে অর্ধেক গণপরিবহন চলার পরিবর্তে সম্পূর্ণভাবে চলাচল করতে পারবে।পাশাপাশি একই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ১৯ আগস্ট হতে দেশের সকল প্রকার পর্যটন রিসোর্ট,কমিউনিটি সেন্টার,এবং বিনোদন কেন্দ্রগুলো অর্ধেক আসন ব্যবহার করে চালু করা হবে।তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি।

এসকল কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে অনেক লোকজনকে আমন্ত্রণ করা হয়।তাই এখানে বেশকিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করার কথাও বলা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখিত বিষয়সমূহ হলোঃ
১.বিধিনিষেধ মেনে সড়ক,নৌ ও রেলপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে।
২.আসনসংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটন কেন্দ্র,রিসোর্ট,বিনোদন কেন্দ্র,বিনোদন কেন্দ্র চালু হবে।
৩.মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।
৪.স্বাস্থ্যবিধি মানতে কেউ অস্বীকার করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
%d bloggers like this: