শাকিব ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন শাকিবের স্ট্যাটাসে ওমর সানির মন্তব্যে

শনিবার রাতে ঢালিউড অভিনেতা শাকিব খান একটি ফেসবুক স্ট্যাটাস দিলে সেখানে কমেন্ট করেন আরেক ঢালিউড অভিনেতা ওমর সানি। তার কমেন্ট নিয়ে এখন চলছে আলোচনা সমালোচনা।
শাকিব খান তার একটি সাদাকলো ছবি পোস্ট করে সেখানে ইংরেজিতে একটি ক্যাপশন দেন। ক্যাপশনের বাংলা অর্থ ছিল এরকম – সবসময় মনে রাখবেন আপনার বর্তমান গন্তব্যই আপনার চূড়ান্ত গন্তব্য নয়; সেরাটা এখনও আসতে বাকি আছে । পরে সেখানে ওমর সানি কমেন্ট করেন -লেখা তো তোর না ভাই, লিখছে কে? ভাই ভালো থাকিস।
তার এই কমেন্টে গেল ১২ ঘন্টায় রিয়েক্ট পড়েছে প্রায় ২০০০ তার থেকে ১৪০০ এর মতো হা হা রিয়েক্ট পড়েছে।
এই ঘটনার পর ওমর সানি জানান আমি সবসময় শাকিবকে এভাবেই বলি। আমি বলতে চেয়েছিলাম এতো সুন্দর লেখা তোর হতে পারে না। আমি শাকিবকে হার্ট করতে কিছু বলিনি। যদি শাকিব হার্ট হয়ে থাকে আমি সরি। ইচ্ছাকৃতভাবে আমি কাউকে কষ্ট দিতে চাই নি।
অনেকেই মন্তব্য করছেন ওমর সানির এভাবে কমেন্ট করা ঠিক হয় নি। তবে শাকিব খান এখনো নিজে কোনো মন্তব্য করেন নি।