শিক্ষামন্ত্রী জানালেন শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ১৯ সেপ্টেম্বর (রবিবার) যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করতে এসে বলেন এখন পর্যন্ত স্কুল কলেজের যেমন অবস্থা এতে সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি বলেন অনেক চিন্তা ভাবনা করে স্কুল কলেজ খোলা হয়েছে তাই স্কুল কলেজের পরিবেশ অবশ্যই ঠিক রাখতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়ার এক সপ্তাহ পরেও পরিবেশ সন্তোষজনক আছে ও ছাত্র ছাত্রীরা আগ্রহ নিয়ে পাঠদানে অংশগ্রহন করছে।
তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আগামী ২৭ তারিখের মধ্যেই শিক্ষার্থীদের টিকার আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে তবু কিছু বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিতে হবে।
আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলাই থাকবে যেহেতু সংক্রমণ বাড়ছে না। তাই যাতে সংক্রমণ বেড়ে না যায় সেদিকে সকলকে খেয়াল রাখতে বলেন তিনি। পাশাপাশি অভিভাবকগণ যেন অহেতুক ভিড় না বাড়ায় সেদিকেও আহবান জানান তিনি।