শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা পাওয়ায় শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রোববার শিক্ষামন্ত্রী আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করতে যান। পরে তিনি শিক্ষা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেন কারণ সেখানের পরিবেশ মানসম্মত ছিল না। তার সাথে অধক্ষকে নির্দেশ দেওয়া হয় বিদ্যালয়ের এমন অবস্থার কারণ জানানোর জন্য।
পরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান স্কুল পরিষ্কার রাখতে হবে তবে এইভাবে নয়। স্কুলের প্রত্যেকটা অংশের পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে সচেতন থাকতে হবে।
এইসব বিষয় মনিটরিং করার জন্য কন্ট্রোল রুমের ব্যাবস্থা করা হয়েছে যেখানে নাম্বার দেওয়া থাকবে তা দিয়ে যে কেউ শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা জানালে ব্যাবস্থা নেওয়া হবে।