শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৪

সকল বয়সী মানুষের জন্য জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক হলো ” ব্যাচেলর পয়েন্ট “। এতে অভিনেতা হিসেবে কাজ করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ একাধিক তারকা। নাটকের প্রতিটি চরিত্র সকলের মন ছোঁয়ে গেছে। চরিত্রগুলোর মধ্যে হাবু ভাই, কাবিলা, পাশা ভাই, রোকেয়ার মত চরিত্রগুলো মানুষের মনের ভিতরে জায়গা করে নিয়েছে।
নাটকটির তৃতীয় সিজনে দেখা যায় কাবিলাকে সাজা কাটাতে কাশিমপুর জেলে পাঠানো হয়েছে। এখন দর্শকরা কিছুতেই কাবিলার জেলে যাওয়া মেনে নিতে পারছেন না। তারা কাবিলার মুক্তি চেয়ে আন্দোলনের ডাক দিয়েছে। দর্শকের এই ইচ্ছাকে পূরন করতে গিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছে “ব্যাচেলর পয়েন্ট ৪”। এখানে দেখা যাবে কাবিলা জেল থেকে মুক্তি পেয়েছে। এই সিজনের পর্বগুলো প্রচার হবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।
গল্প শুরু হবে কাশিমপুর জেল থেকে। সেখানে কাবিলার সাথে থাকবে পাশা ভাইসহ অন্যরা। রোকেয়া চরিত্রকে দর্শকদের সামনে হাজির করা হতে পারে ও হাবু ভাই চরিত্রটি আর নাও দেখা যেতে পারে প্রয়োজনে তাকে বিদেশ পাঠানো হতে পারে।
এই বিষয়ে কাজল আরেফিন খুব বেশি কথা না বললেও তিনি এ নিয়ে ফেসবুকে কিছুদিন ধরেই লিখছেন। এখন জানা গেছে আসলেই নতুন সিজনের প্রস্তুতি চলছে। তাকে কেউ একজন কল করে চতুর্থ সিজন শুরু করার দাবি জানালে তিনি বলেন চিন্তা করা হচ্ছে সবুর করেন, সবুরে মেওয়া ফলে।
নতুন খবর পাওয়ার আগ পর্যন্ত সবুর করাই সবচেয়ে উত্তম।