শুরু হয়ে গেলো একাদশ শ্রেণির ভর্তির আবেদন প্রক্রিয়া

শুরু হয়ে গেলো একাদশ শ্রেণির অনলাইন আবেদন কার্যক্রম। এর পর ভর্তি ও ভর্তির পরে মার্চের ২ তারিখ থেকে শুরু হবে শ্রেণিকক্ষে পাঠদান প্রক্রিয়া। তবে আবেদনের সময় বিভিন্ন সময় সার্ভারজনিত সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। তাই আগেভাগেই আবেদন করার পরামর্শ দিচ্ছেন কম্পিউটার দোকানিরা।
প্রথম দফার অনলাইন আবেদন কার্যক্রম চলবে ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে ভর্তির আবেদন করার জন্য দেশের বিভিন্ন স্থানের কম্পিউটার দোকানগুলোতে ভিড় জমাচ্ছে অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা তাদের ফলাফল অনুযায়ী আবেদন করতে পারবেন।
আবেদনের সময় টাকা জমা দেওয়া যাচ্ছে বিকাশের মাধ্যমে। বিকাশে টাকা জনা দেওয়াকেই প্রাধান্য দিচ্ছে অধিকাংশ শিক্ষার্থী। কিন্তু অনেক ক্ষেত্রে দোকানিরা তাদের নিজস্ব লাভের জন্য অন্য মাধ্যমে টাকা জমা দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
২৪ লাখের বেশি আসন আছে একাদশ শ্রেণিতে ভর্তু হবার জন্য। কিন্তু সব প্রতিষ্ঠানের থেকে কিছু প্রতিষ্ঠানকেই শিক্ষার্থীরা বেশি বেছে নিচ্ছে।