খেলাধুলা
শৃঙ্খলা ভঙ্গের শাস্তিস্বরূপ দল থেকে বাদ ক্রিকেটার জাহানারা

বাংলাদেশ নারী ক্রিকেটার অলরাউন্ডার জাহানারা আলম শৃঙ্খলা ভাঙার দায়ে আইসিসি কমনওয়েলথ গেমস এর ১৫ সদস্যবিশিষ্ট দল থেকে বাদ পড়েছেন। খেলাটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়।
এই টুর্নামেন্টের অধিনায়ক হয়ে খেলবেন নিগার সুলতানা। তবে জাহানারাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। টুর্নামেন্ট ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।
এর আগের বিশ্বকাপ বাছাই পর্বে তিনি কোচের সাথে খারাপ ব্যাবহার ও শৃঙ্খলা ভঙ্গ করার জন্য এমন শাস্তি হয়েছে বলে জানায় বিসিবি। তবে তিনি ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েতে দিয়েছিলেন সেরা পারফরম্যান্স।