বিনোদন
শ্রাবন্তী ছুটি কাটাচ্ছেন দুবাই, সাথে প্রেমিক অভিরুপ

ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় স্বামী ছিলেন রোশান সিং। টিকেনি তার তৃতীয় সংসারও।
কিছুদিন আগেই তাদের সম্পর্কে ফাটল ধরলো। এর পরে গুঞ্জন শোনা যায় তিনি অভিরুপ নাগ নামের এক ব্যাবসায়ীর সাথে প্রেম করছেন।
এবার নতুন খবর হলো, নতুন প্রেমিক অভিরুপ নাগকে নিয়ে তিনি দুবাই গেছেন ছুটি কাটানোর জন্য।
শ্রাবন্তীর নিজের করা এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যেখানে তিনি দুবাইয়ের রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং পড়নে খোলামেলা পোশাক। আবার জানা গেছে তার সাথে অভিরুপ নাগও আছেন।
শ্রাবন্তী চ্যাটার্জি ২০০৩ সালে প্রথম বিয়ে করেন রাজীব বিশ্বাসের সাথে দ্বিতীয় বিয়ে কৃষাণ ব্রজ নামের মডেল এর সাথে এবং তৃতীয় বিয়ে রোশান সিং এর সাথে।