আন্তর্জাতিক
শ্রীলঙ্কার ৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে চীনকে

শ্রীলঙ্কা নামের দেশটি অনেক দেশের কাছেই ঋণে জর্জরিত। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সেখানে এক কেজি চিনি কিনতে লাগে ৩২৮ টাকা, এক কেজি চাল কিনতে লাগে ৫৬৫ টাকা।
এমনকি ৪০০ গ্রাম দুধের জন্য দিতে হয় ৯০০ টাকা। এই অর্থ সংকট যেন গ্রিসের কথা আবার মনে করিয়ে দেয়। অর্থনীতিবিদেরা বলেন, শ্রীলঙ্কা এখন দেউলিয়ার পথে। দেশটির প্রেসিডেন্ট একবারো এই দায় নেননি।
তিনি জানিয়েছেন, এরূপ অবস্থার জন্য তিনি বা প্রশাসন কোনোভাবেই দায়ী না। অর্থাৎ তিনি নিজের উপরে দোষ নিতে রাজি নন। আগামী ১২ মাসে দেশটিকে বিদেশি ঋণ পরিশোধ করতে হবে প্রায় ৬০ হাজার কোটি টাকা। তার মধ্যে চীন পায় ৫ বিলিয়ন ডলার।