করোনাভাইরাসবাংলাদেশস্বাস্থ্য
সংক্রমণের হার বেড়ে গেলে ফের লকডাউনের চিন্তা রয়েছেঃ স্বাস্থ্যমন্ত্রী

শনিবার ১ জানুয়ারি বুস্টার ডোজ উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে করোনা পরিস্থিতি এখনো ততোটা খারাপ হয় নি। তবে এর সংক্রমণেরর হার আস্তে আস্তে বাড়তে শুরু করছে। যদি অতিমাত্রায় বাড়তে থাকে তবে আবার লকডাউনের চিন্তা মাথায় রাখতে হবে।
তিনি বলেন কেউ লকডাউন চায় না কিন্তু লকডাউন এড়াতে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি। কিন্তু সেই অনুসারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তাই সবাইকে আরো সচেতন হতে হবে।
তিনি বলেন, আমাদের ভালো থাকার জন্য অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে। করোনার টিকা মৃত্যুঝুঁকি কমালেও সংক্রমণ কমাতে পারবে না। তাই মাস্কেই হলো এর সংক্রমণ কমানোর প্রধান প্রক্রিয়া।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো জানান, সারাদেশে বুস্টার কার্যক্রম শুরু হয়ে গেছে ও চীন থেকে আরো ৬ কোটি নতুন সিরিঞ্জ আনার পরিকল্পনা রয়েছে।