
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী (ফরহাদ হোসেন) জানান এখন আর সরকারি চাকরির সময়সীমা বাড়ানো হবে না।
তিনি বলেন সরকারি চাকরির সময়সীমা ৩০ বছর যেখানে শিক্ষার্থীরা তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরেও আরো ৬/৭ বছর সময় থাকে। মোটামুটি ২৩/২৪ বছরেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা যায়।
তিনি আরো বলেন, অবসরের সময়সীমা ৫৭ থেকে ৫৯ করাতে শূন্য পদের পরিমান কমে গেছে। এখন যদি আবার চাকরিতে নিয়োগের সময়সীমা বাড়ানো হয় তাহলে চাকরিপ্রার্থীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে।তাই সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।