বিনোদন
সিঁথিতে সিঁদুর পড়লো বিদ্যা সিনহা মিমের

বাংলাদেশের নামকরা অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম এবার বসলেন বিয়ের পিঁড়িতে। মঙলবার ৪ জানুয়ারি একটা পাঁচতারা হোটেলে হিন্দুধর্মের সব নিয়ম মেনে সিঁদুর দানের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিবাহকার্য। স্বামীর নাম সনি পোদ্দার।
সোমবারে ছিল তার গায়ে হলুদ। বিয়েতে মিম পরেছেন লাল রঙের লেহেঙ্গা ও দামি সব গহনা। আর তার স্বামী সনি পোদ্দার পরেছেন গোলাপি পাগড়ি আর শেরওয়ানি।
মঙলবার দুপুরে তাদের দুইজনের বিয়ের কয়েকটি ছবি পৌঁছে যায় চ্যানেল আইয়ের কাছে। এছাড়া তার নিজের ফেইসবুক আইডিতেও কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।
গেল ১০ নভেম্বর তার স্বামী ও তার পরিবারের সবার উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছিল। তার স্বামী একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে।