বাংলাদেশপ্রচ্ছদবিনোদনবিশেষ সংবাদ
পরীমনির মামলার তত্বাবধান করা সিআইডি কর্মকর্তকে অবসরে পাঠালো সরকার ।

সিআইডি এর অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুক ও আরো দুজনকে ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে সরকার অবসরে পাঠিয়েছে।
তার উপরে তত্ত্বাবধায়নের দায়িত্ব ছিল পরিমনি, পিয়াসা ও মৌ এর বিরুদ্ধে হওয়া মামলাগুলোর। তিনি ঢাকা মেট্রো উত্তরের দায়িত্ব পালনে কর্মরত ছিলেন।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে শেখ ওমর ফারুক ও মো.আবদুর রহিমকে অবসর প্রধান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে তাদের চাকরির বয়স ২৫ হয়ে যাওয়ায় জনস্বার্থে তাদের অবসর দেওয়া হল। তাদেরকে অবসরজনিত সকল সুবিধাসমূহ দেওয়া হবে। এই আদেশ কার্যকর হবে জারির তারিখ হতেই।