সিনেমা হল পরিদর্শনে গিয়ে জুতা হাতে নিয়ে হল থেকে বের হলেন পরীমণি

শুক্রবার ৪ মার্চ মুক্তি পেল পরীমণি ও রোশান অভিনীত সিনেমা মুখোশ। পেজ নম্বর – ৪৪ এর অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে। সারাদেশে ৩৮ টি সিনেমা হলে চলছে এই সিনেমাটি।
এই নতুন সিনেমা মুক্তির পর তিনি তার স্বামী রাজকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলেন। প্রথমে মধুমিতা ও পরে চিত্রামহল সিনেমা হলে তারা যান। সিনেমা দেখতে এসেছিল অনেক মানুষ।
কিন্তু দর্শকরা কখনোই ভাবেন না তারা সরাসরি নায়িকাকে দেখতে পাবেন। পরীমনি রোশান ও তাদের পরিচালক্সহ আরো ১০ জন প্রথমেই সাড়ে তিনটার দিকে যান মধুমিতা সিনেমা হলে।
বিরতি হতেই তারা দর্শকদের সামনে হাজির হন। পরে তারা দর্শকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন। দর্শকেরা জানায় তাদের সিনেমা দেখে খুব ভালো লাগছে। পরে রোশান ও পরীর সাথে দর্শকেরা ছবি তুলেন।
পরে সন্ধ্যা ছয়টার দিকে যান চিত্রামহল সিনেমা হলে। সেখানেও ছিল অনেক দর্শক। পরে দর্শকদের সাথে কথা বলেন। কিন্তু সেখান থেকে কোনোভাবেই তারা বের হতে পারছিলো না।
পরে টিমের সাহায্য নিয়ে কোনোমতে বের হন। পরে জুতা হাতে নিয়েই তাড়াতাড়ি গাড়িতে উঠেন তারা। দর্শকেরা তার গাড়ির চারপাশ ঘিরে ধরেন। এমন অবস্থায় তিনি বিরক্ত না হয়ে আরো খুশি হয়েছেন দর্শকদের ভালোবাসা দেখে।