সৃজিতের আস্থার প্রতিদান দিতে চান আজমেরী হক বাঁধন

এবার বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয় করবেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে। ওয়েব সিরিজটির নাম “রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি”।
এই সিরিজের প্রধান চরিত্র হলো মুসকান জুবেরী। বাধঁন এই চরিত্রেই অভিনয় করবেন। বাঁধন সৃজিত মুখার্জি সম্পর্কে বলতে গিয়ে বলেন সৃজিত তাকে অনেক সহযোগিতা করেছে।
শুটিং শুরুর আগে সৃজিত তাকে তার সহকর্মীর সংলাপ রেকর্ড করে পাঠান ও পরে তিনি অনলাইনে রিহার্সাল করেন একজন আরেকজনের সাথে। এতে উচ্চারণের সমস্যার সমাধান হয়েছে।
এই ওয়েব সিরিজ ছাড়া আর কোথাও কাজ করতে দেখা যাচ্ছে না তাকে। কারণ তিনি চাইছেন এখন তিনি যে কাজ করবেন তা যেন দর্শকের মন কাড়তে পারে। সৃজিতের আস্থার প্রতিদান দিতে চেয়ে তিনি যে কাজ হাতে নিয়েছেন তা সম্পন্ন করতে চাইছেন ও নিজেকে অন্য কাজে ব্যাস্ত করতে চাইছেন না তিনি।
মুসকান জুবেরীর চরিত্রের জন্য কাকে বাছাই করা হবে এই নিয়ে গুঞ্জন থাকলেও সৃজিতের বাছাইকৃত অভিনেত্রী ছিল আজমেরী হক বাঁধন।