প্রচ্ছদ
সেচের পানি না পাওয়ায় আত্মহত্যা করলেন সাওঁতাল কৃষক

বৃষ্টি না হওয়াতে কৃষকদের নির্ভর করতে হচ্ছে সেচের পানির উপরে। কিন্তু সময়মতো পাওয়া যাচ্ছে না সেচের পানিও।
এই অবস্থায় ধানের জমিতে সেচের পানি না পেয়ে বিষপান করে আত্মহত্যা করলেন এক সাওঁতাল কৃষক। তার নাম রবি মার্ডি।
তিনি ২৫ মার্চ শুক্রবার সাড়ে ৯ টায় মারা যান।তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান।
একই ঘটনায় তাকে নিয়ে দুইজন মারা গেল। নিহতের স্ত্রী বাদী হয়ে ডীপ অপারেটরের নামে আত্মহত্যা প্ররোচনায় মামলা করেছেন।
রবি মর্ডির পরিবারের অভিযোগ ডীপ অপারেটর পানি দেওয়ার নাম করে ১২ দিন ধরে ঘুরাচ্ছেন। কিন্তু পানি দিচ্ছেন না। এদিকে জমি নষ্ট হয়ে যাচ্ছে।
জমিতে সিরিয়াল মতে পানি দেওয়ার কথা।পরে পানি না পেয়ে বিষপান করে আত্মহত্যা করেন রবি। কিন্তু ডীপ অপারেটর এই অভিযোগ অস্বীকার করেছেন।