বিনোদন
সোনাম কাপুরের নয়াদিল্লির বাসায় চুরি

বলিউড অভিনেত্রী সোনাম কাপুর স্বামী আনন্দ আহুজার সাথে মুম্বাইয়ের একটি বাসায় থাকেন। তাদের নয়াদিল্লির বাড়িতে চুরির ঘটনা ঘটে গেছে।
চুরি যাওয়া নগদ টাকা আর গয়নার দাম হবে প্রায় দুই কোটি টাকা। চুরি যাওয়ার পরে তার শাশুড়ী তুঘলক রোড থানায় মামলা করেন।
পরে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন সোনামের শাশুড়ীর নার্স ও অপরজন সেই নার্সের স্বামী।
তিনি একটি ফার্মে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। তবে চুরি যাওয়া টাকা বা গয়নার খোঁজ পাওয়া যায় নি।
এই বাড়িতে সোনামের শ্বশুর, শাশুড়ী ও দাদি শাশুড়ী থাকেন। গত ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ তার দাদি শাশুড়ী আলমারি খুলেন।
পরে তিনি দেখতে পান গয়না ও টাকা নেই। এই কারণে চুরির সঠিক তারিখ বলা যায় নি।