সোনাম কাপুর মা হতে চলেছেন

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউড নায়িকা সোনাম কাপুর নাকি সন্তানসম্ভবা। এবার এই ঘোষণা দিলেন তিনি নিজেই।
ইনস্টাগ্রামে তিনি তার নিজের ও স্বামী আনন্দ আহুজার কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই তিনি ঘোষণা দিয়েছেন, নতুন সদস্য আসতে চলেছে দ্রুত।
এর আগে ভারতের আরেকটি সংবাদমাধ্যম জানায়, সোনাম কাপুর ৪ মাসের গর্ভবতী। তবে এই নিয়ে সোনাম কাউকেই কিছু নিশ্চিত করেন নি।
কিন্তু এখন তিনি ইনস্টাগ্রামে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাম শেয়ার দেওয়া ছবিতে লিখেছেন, চারটি হাত যতটা সম্ভব তোমাকে এগিয়ে রাখবে।
আরো লিখেন, তোমাকে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। শেষের দিকে দুইটি হ্যাশট্যাগ ব্যাবহার করেছেন যেখানে লিখেছেন, “এভরি ডে ফিনোমিনাল ” “কামিং দিস ফল ২০২২”। এই পোস্টের পর ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছে।
অনেক দিন ধরেই তিনি খুব বেশি জনসম্মুখে আসছেন না ও নতুন ছবি শেয়ার দিচ্ছেন না। আর সামনে আসলেও ঢিলেঢালা পোশাক পড়ে আসছেন। এবার সবার কাছে সবকিছু খোলামেলা হলো।