
শাহীন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ব্যাবসা শাখার ছাত্র আবির স্কুল খুলছে বলে হোস্টেলে উঠেছিল কিন্তু শনিবার সন্ধ্যায় হোস্টেলের জানালায় তাকে গামছা দিয়ে গলা বাধা অবস্থায় পাওয়া যায়। ১২ তারিখ স্কুলে আসার আগেই পৃথিবী ছেড়ে সে চলে গেল।
আবিরকে নিয়ে মাত্র দুইজন ছিল এই হোস্টেলে। আবির তার বাবা মা এর সাথে কথা বলতে চাইলেও সে কথা বলতে পারে নি। পরে সে যখন আত্মহত্যার কথা বুঝায় তখনও কর্তৃপক্ষ তার বাবা মা এর সাথে কথা বলেনি।
জানালা থেকে তাকে নামিয়ে হাসপাতালে পানি ঢেলে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায় নি। আবিরের মারা যাওয়ার কারণ সম্পর্কে কেউ এই কিছু জানে না। তার মা কখনো ভাবে নি তিনি ছেলেকে আর দেখতে পাবেন না।
আবিরের মৃত্যুকে আত্মহত্যা মনে করা হলেও পুলিশ তদন্ত করছে। এতে অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।