স্কুল কলেজ খোলার পরের ২ মাস হবে না কোনো পরীক্ষা

করোনা মহামারির জন্য ১৮ মাস পরে আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হতে যাচ্ছে। এতদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার কথা চিন্তা করে আগামী ২ মাসের মধ্যে কোনো পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাদের গাইডলাইনে ১৯ টি নির্দেশনা যুক্ত করেছেন তার মধ্যে একটি হলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আগামী ২ মাসে কোনো পরীক্ষা নেওয়া যাবে না। কারণ হঠাৎ করে তারা ছাত্র ছাত্রীদের উপর চাপ প্রয়োগ করতে চাচ্ছেন না।
গাইডলাইনে আরও বলা হয়েছে প্রথম ক্লাসে শ্রেণিশিক্ষক ৫ মিনিট শিক্ষার্থীদের হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মাস্ক পড়ার নিয়মের মত এমন বিষয় নিয়ে আলোচনা করবেন।
শিক্ষার্থীদের পড়ার উপরে চাপ না দিয়ে ২ সপ্তাহের মত সময় বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করানোর জন্য শ্রেণিশিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন স্কুল খোলার পরে এসেম্বলি করানো যাবে না আর সীমিত আকারে শিক্ষার্থী নিয়ে খেলার ব্যাবস্থা করতে হবে।