প্রচ্ছদ
স্ত্রীর অত্যাচারে ২১ কেজি ওজন কমিয়ে বিচ্ছেদ চাইলো যুবক

ভারতের হরিয়ানার এক যুবক স্ত্রীর সাথে বিচ্ছেদ করতে চাইছে কারণ তার স্ত্রী এর অত্যাচারে সে তার ২১ কেজি ওজন কমিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে আরো বলা হয়েছে, যুবক ব্যাংককর্মী ও স্ত্রী শিক্ষিকা। তাদের একটা মেয়ে আছে। স্ত্রীর অত্যাচারে ৭৪ কেজি থেকে তার ওজন নামে ৫৩ কেজিতে।
যুবকের আর্জি নিম্ন আদালতে মঞ্জুর হলে স্ত্রী আবার পাল্টা মামলা করলে মামলা হাইকোর্টে যায় ও শেষে যুবক মুক্তি পায়।
যুবক অভিযোগ করে বলেন, তার স্ত্রী হঠাৎ করেই মাঠা গরম করে ঝামেলা করতো। কিন্তু যুবক কিছু বলতো না মনে করতো স্ত্রী তার ভুল বুঝতে পারবে আর সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঘটলো এর উল্টা।
২০১৬ সালে স্ত্রী সংসার ছেড়ে চলে যায় আর কারণ বলে যুবক তাকে অত্যাচার করে। পরে আদালত সব বিষয়ে বুঝে যুবকের পক্ষে রায় দেয়।