এবার স্বর্ণ ব্যবসায়ী হলেন সাকিব আল হাসান

“সাকিব আল হাসান” বাংলাদেশের প্রাণ। অনেক ব্যবসার সাথেই তিনি জড়িত। কিন্তু বর্তমান সময়ে তিনি নিজেকে জড়িছেছেন স্বর্ণ ব্যবসার সাথে। নানা সময় নানা ব্যবসায় জড়ানোই তার অভ্যাস ক্রিকেট খেলার পাশাপাশি। এরমধ্যে তিনি কোনটিতে সফল আবার কোনটিতে হয়েছেন বিফল ৷ কিন্তু এবার স্বর্ণ ব্যবসায়ী হলেন সাকিব আল হাসান ।
জানা যায়, সাকিব আল হাসান সোমবার নিজের নাম লিখিয়েছেন সোনা ব্যবসাতেও।
সঞ্চয়, ভবিষ্যত ও দেশের মানুষের জন্য এলো নতুন এক সুখবর- এই ভাষাতেই বিজ্ঞাপনের মাধ্যমে সাকিব আল হাসান নিজেই জানান দিলেন তার নতুন ব্যবসার। বাংলাদেশে ব্যাংকিং বিনিয়োগে সুদের হার নিম্নগামী তাই তিনি স্বর্ণ ব্যসায়ের এই হালাল উপার্জনের পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান।
‘‘স্বর্ণ আমদানি ও বিনিয়োগও উভয়ই হালাল৷ বাংলাদেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী হওয়ার কারণে , বিশ্বসেরা এই ক্রিকেটার বলেছেন নিরাপদ ও হালাল বিকল্প পথ হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন ৷ এবার স্বর্ণ ব্যবসায়ী হলেন সাকিব আল হাসান ।
দেশবাসীর নিকট সাকিব আহবান জানিয়েছেন তার প্রতিষ্ঠান থেকে খাঁটি সোনা কেনার জন্য ৷