প্রচ্ছদ
স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীকে টিকা দিয়ে জখম নার্স

কানাডায় করোনার টিকা দেওয়া এক সেবিকা নিজেই হাসপাতালের বেডে শুয়ে আছেন নিজে জখম হয়ে। তার অপরাধ ছিল তিনি এক স্ত্রীকে তার স্বামীর অনুমতি ছাড়া টিকা দিয়েছিলেন। ঐ মহিলার স্বামীর দাবি স্বামীর অনুমিতি ছাড়া স্ত্রীকে টিকা দেওয়ায় তিনি নার্স এর এই অবস্থা করেছেন।
কানাডার নিয়মানুযায়ী প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার ক্ষেত্রে নিতে হয় না অভিভাবকদের অনুমতি। তাই সেই নার্স ওই মহিলাকে টিকা দিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মহিলা টিকা নিতে চেয়েছিলেন না হয় তিনি টিকা বিভাগে আসতেন না। তিনি নিজ ইচ্ছাতেই এসেছিলেন।
মহিলাটির স্বামী প্রথমে হাসপাতালে ঢুকে প্রশ্ন করে কেন তার অনুমতি ছাড়া তার স্ত্রীকে টিকা দেওয়া হচ্ছে?
উত্তর দেওয়ার আগেই সে নার্সের মুখে ঘুঁষি দেয় ও নার্স মাটিতে পড়ে যায়।
পরে ঐ লোক পালিয়ে যায়। কানাডা পুলিশ তার সন্ধান চালাচ্ছে কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যায়নি।